ঢাকা, ১৫ ফেব্রুয়ারি: দেশের চলমান রাজনৈতিক সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে কমিশনের আলোচনা হওয়ার কথা রয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনটি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। ছয় মাস মেয়াদি এই কমিশনের নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত ছয়টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট রিপোর্টগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাত সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। কমিশনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। কমিশনটি রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহের পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের অগ্রগতির জন্য সুপারিশ প্রণয়ন করবে।
এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যা আগামী ছয় মাস ধরে চলবে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ হবে বলে জানা গেছে।