ঢাকা, ১৩ ফেব্রুয়ারি: ভারতের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠানোর আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় দলিলপত্র ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সাম্প্রতিক প্রতিবেদনে যে গণহত্যার ঘটনা উঠে এসেছে, তা ভারতের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে এবং শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে। সরকার এই ইস্যুতে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সহযোগিতা নেবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি।
এদিকে, বাংলাদেশ মনোনীত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লার অ্যাগ্রিমো (কূটনৈতিক স্বীকৃতি) এখনও ভারত সরকার থেকে পাওয়া যায়নি। তবে এটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন রফিকুল আলম। সাধারণত, অ্যাগ্রিমো পেতে আড়াই থেকে তিন মাস সময় লাগে।
অন্যদিকে, কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোলি ঢাকা সফরে আসছেন। তার সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।