ঢাকা, ১৩ ফেব্রুয়ারি: নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২৮ অক্টোবর তৎকালীন নির্বাচন কমিশন (ইসি) প্রধান কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে। তৎকালীন ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ২০০৮ সালের ৪ নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলটি নিবন্ধিত হয়েছিল এবং নিবন্ধন নম্বর পেয়েছিল ১৪।
তবে, হাইকোর্টের এক রায়ে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। সেই রায়ের ভিত্তিতেই নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে।
নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামী ইতোমধ্যে আদালতের শরণাপন্ন হয়েছে। দলটি পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বৈধ স্বীকৃতি পাওয়ার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমে দলটি নিবন্ধন পুনরুদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক মতামত জানতে চায়।
এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং পরবর্তী সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশন ও জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।