আকাশ, স্থল ও সমুদ্রে বিস্তৃত ইন্টারনেট সংযোগের লক্ষ্যে স্টারলিংক দ্রুত সম্প্রসারণ করছে তার সেবা। এবার দক্ষিণ এশিয়ার দেশ ভুটানে চালু হলো ইলন মাস্কের মালিকানাধীন এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা।
গত ১১ ফেব্রুয়ারি, স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক তার এক্স (সাবেক টুইটার) পোস্টে ঘোষণা দেন যে, এখন থেকে ভুটানের গ্রাহকরাও স্টারলিংকের উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। একই দিনে স্টারলিংক তাদের পরিষেবা মানচিত্র আপডেট করে, যেখানে ভুটানকে নতুন সংযুক্ত দেশ হিসেবে দেখানো হয়।
স্টারলিংক মূলত পৃথিবীর বিভিন্ন প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করতে স্যাটেলাইট-নির্ভর প্রযুক্তি ব্যবহার করে। এটি স্থলভিত্তিক টেলিকম নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাগুলোতে কার্যকর ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সক্ষম।
স্টারলিংক ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মঙ্গোলিয়া এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে চালু হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, ভারতে স্টারলিংকের কার্যক্রম শুরুর জন্য এখনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। অন্যদিকে, মিয়ানমারে কবে নাগাদ এটি চালু হতে পারে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।
স্টারলিংকের সম্প্রসারণ পরিকল্পনা অনুসারে, ২০২৫ সালেই বাংলাদেশে সেবাটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হতে পারে।
স্টারলিংকের সেবা স্থানীয় টেলিকম অপারেটরদের তুলনায় ব্যয়বহুল হতে পারে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে। তবে, দীর্ঘমেয়াদে এর খরচ কমবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী ডিজিটাল সংযোগ বাড়ানোর লক্ষ্যে স্টারলিংক তার সেবা আরও বিস্তৃত ও সহজলভ্য করার পরিকল্পনা করছে।
সূত্র: ইলন মাস্কের এক্স পোস্ট ও স্টারলিংকের ওয়েবসাইট