কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সীমান্তে শূন্যরেখায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা অবশেষে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর কড়া প্রতিবাদ এবং একাধিক দফা আলোচনার পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি খুলে নেয় বিএসএফ।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৯ ফেব্রুয়ারি) এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূন্যরেখায় একটি ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে তাক করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। ক্যামেরাটি স্থাপনের বিষয়টি সোমবার সকালে স্থানীয়রা টের পেয়ে বিজিবিকে জানান।
বিষয়টি জানার পর বিজিবি দ্রুত বিএসএফের সঙ্গে যোগাযোগ করে কড়া প্রতিবাদ জানায় এবং ক্যামেরাটি সরিয়ে নেওয়ার দাবি জানায়। একাধিকবার দুপক্ষের মধ্যে আলোচনা হয়, যেখানে বিজিবি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে শূন্যরেখায় এ ধরনের নজরদারি ক্যামেরা স্থাপন করা দুই দেশের সীমান্ত নীতির পরিপন্থী।
বিজিবির দৃঢ় অবস্থানের পর শেষ পর্যন্ত বিএসএফ আশ্বাস দেয় যে তারা ক্যামেরাটি সরিয়ে নেবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাতে ক্যামেরাটি অপসারণ করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ঝাকুয়াটারী সীমান্ত এলাকায় একটি মসজিদ পুনর্নির্মাণের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, এ মসজিদকে কেন্দ্র করেই বিএসএফ ওই এলাকায় নজরদারি বাড়ানোর উদ্দেশ্যে সিসিটিভি ক্যামেরাটি স্থাপন করেছিল। তবে বিজিবির কড়া অবস্থানের ফলে তারা এটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
বিজিবির এক কর্মকর্তা জানান, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। সীমান্তে যে কোনো অনিয়ম রুখতে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।”