খুলনা, ১১ ফেব্রুয়ারি: পবিত্র রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ডের বাইরে ১৩ জেলায় ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর মাধ্যমে প্রায় ১২ লাখ পরিবার ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনার শিববাড়ি মোড়ে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে, যাতে রমজানে সাধারণ মানুষ স্বস্তিতে থাকে।
তিনি আরও বলেন, “দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা গেলে ভবিষ্যতে ট্রাকসেলের প্রয়োজন হবে না। তবে বর্তমান বাজার পরিস্থিতি সহনীয় রাখতে এটি কার্যকর উদ্যোগ।”
টিসিবির এই ট্রাকসেল থেকে প্রতি গ্রাহক ৫৮৮ টাকায় এক কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা ও আধা কেজি খেজুর কিনতে পারবেন।
উদ্বোধনের প্রথম দিনেই ট্রাকসেলে পণ্য কিনতে গ্রাহকদের উৎসাহ ও ভিড় লক্ষ্য করা গেছে। বাজার দরের চেয়ে কম মূল্যে পণ্য কিনতে পেরে তারা খুশি। এক গ্রাহক বলেন, “বাজারের তুলনায় এখানে অনেক কম দামে পণ্য পাচ্ছি, যা আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক সহায়ক।”
রমজানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে টিসিবির ট্রাকসেল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও তদারকির পাশাপাশি, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।