ঢাকা, ১১ ফেব্রুয়ারি: বিচার বিবেচনা ছাড়াই হুটহাট জামিন প্রদান না করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আইন উপদেষ্টা ও বিশ্লেষক আসিফ নজরুল। তিনি বলেন, “মামলার এজাহার সুস্পষ্ট ও তথ্যসমৃদ্ধ হতে হবে। আমরা এখন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। গত ১৫ বছর ধরে দেশে অরাজকতা, গুম ও খুনের ঘটনা ঘটেছে। প্রতিটি হত্যার যথাযথ বিচার হওয়া উচিত, যাতে ন্যায়বিচারের বার্তা স্পষ্ট হয়।”
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে আয়োজিত “পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ” বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “মবতন্ত্র ভয়াবহ রূপ নিয়েছে। বিচার বিভাগ থেকে শুরু করে প্রতিটি প্রশাসনিক বিভাগ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে এই পরিস্থিতির উন্নতি সম্ভব। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে ন্যায়বিচার নিশ্চিত করতে হলে মামলার সুষ্ঠু তদন্ত ও নথিপত্র সঠিকভাবে প্রস্তুত করা জরুরি। বিচারপ্রার্থীদের ন্যায্য অধিকার রক্ষা করতে হলে আদালত ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা দরকার।
এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও কথা বলেন। তিনি বলেন, “আইন প্রয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, আবার দোষীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও নজর দিতে হবে।”