নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন প্রবাসে থাকার পর অবশেষে দেশে ফেরার ঘোষণা দিলেন সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি এ ঘোষণা দেন। তার পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
ফেসবুক পোস্টে ইলিয়াস হোসাইন বাংলাদেশের ২০১৩-১৪ সালের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, সেই সময় বিএনপি-জামায়াত “প্রায় নিষিদ্ধ” দলে পরিণত হয়েছিল, আর আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের নেতাকর্মীদের গুলি করে হত্যা করত।
তিনি বলেন, “হরতাল-অবরোধ ডাকলেই আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তায় মহড়া দিত, ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা পিকেটারদের পিটিয়ে হত্যা করত।”
ইলিয়াস তার পোস্টে আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন। তিনি দাবি করেন, একসময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়ন চালালেও এখন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো পর্যন্ত রাস্তায় নামার সাহস পাচ্ছে না।
তার ভাষায়, “পুলিশ এখন গুলি চালায় না, বিজিবির টহল নেই—তবুও ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোট মিছিলও করতে পারেনি।”
ফেসবুক পোস্টে ইলিয়াস দাবি করেন, “বাংলাদেশে শেখ হাসিনা অধ্যায় শেষ।” একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা হুমকি দিচ্ছে, তারা বিপদে পড়বে। প্রয়োজনে ‘অপারেশন টুঙ্গিপাড়া’ চালানো হবে।”
ইলিয়াস তার পোস্টে স্পষ্ট করে জানাননি, তিনি একা আসছেন নাকি অন্যদের সঙ্গে আসবেন। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, ইলিয়াস হোসাইন ও পিনাকি ভট্টাচার্যসহ বেশ কয়েকজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
তাদের দেশে ফেরা কি নতুন রাজনৈতিক মোড় আনবে? নাকি রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়াবে? এসব প্রশ্ন এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে।