ঢাকা, ৯ ফেব্রুয়ারি: দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সম্প্রতি গাজীপুরের ঘটনায় জড়িতদের অনেকে ইতোমধ্যেই আইনের আওতায় এসেছে এবং বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।
তিনি বলেন, “যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে এবং এই অপারেশন চলবে যতক্ষণ না ষড়যন্ত্রকারীদের নির্মূল করা হয়।”
সুনামগঞ্জের কৃষক ভাস্কর্য ভাঙার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি এ বিষয়ে এখনো অবগত নন। তবে ঘটনাটি দুঃখজনক এবং যারা এতে জড়িত, তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, “কৃষকদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। কারণ তারা উৎপাদন করে বলেই আমরা খাদ্য পাই। কৃষকদের সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তৎপর রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া ‘অপারেশন ডেভিল হান্ট’ এর মাধ্যমে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।