লন্ডন: হোয়াটসঅ্যাপে আপত্তিকর মন্তব্যের জেরে বরখাস্ত হলেন ব্রিটিশ জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুয়েন। এক পেনশনভোগী তাকে ভোট না দেওয়ায় তিনি মেসেজে লেখেন, ওই ব্যক্তি আগামী নির্বাচনের আগেই মারা যাবেন।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগও উঠেছিল। এছাড়া, তিনি ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।
সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, “প্রধানমন্ত্রী আচরণবিধির উচ্চমান বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এ বিষয়ে তিনি কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেন না।”
এই ঘটনার পর অ্যান্ড্রু গুয়েনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ব্রিটেনে পরবর্তী সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই বরখাস্তের ঘটনা বেশ আলোচিত বিষয় হয়ে উঠেছে।
রাজনৈতিক মহলে আলোচনা চলছে, ক্ষমতাসীন দলের একজন মন্ত্রী হিসেবে তার এমন মন্তব্য কতটা নৈতিক? ব্রিটেনে রাজনৈতিক শুদ্ধতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনের আগে সরকার যেকোনো নেতিবাচক প্রভাব এড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
এ ঘটনায় বিরোধী দল কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। একজন প্রবীণ লেবার পার্টির নেতা বলেন, “একজন নেতার কাছ থেকে এমন মন্তব্য অগ্রহণযোগ্য। এটি ব্রিটিশ রাজনীতির জন্য লজ্জাজনক।”