রিয়াদ: হজ ও ওমরাহ পালনে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এখন থেকে এসব দেশের নাগরিকরা শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবেন, যা সর্বোচ্চ ৩০ দিনের জন্য কার্যকর থাকবে।
সৌদি কর্তৃপক্ষ চলতি মাসের প্রথম দিন থেকেই এই নতুন নীতি কার্যকর করেছে। ইকোনোমিক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিসা নীতির এই পরিবর্তনের আওতায় থাকা দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, আলজেরিয়া, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন।
সৌদি সরকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদী ভিসা ব্যবহার করে অনুমতি ছাড়াই হজ পালন করেছেন, আবার কেউ কেউ অবৈধভাবে দেশটিতে থেকে গেছেন। এ কারণে হজ ও ওমরাহ মৌসুমে প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয়, যা ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতি এড়াতেই মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হজ, ওমরাহ, কূটনৈতিক ও রেসিডেন্সি ভিসার নিয়মের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। শুধু পর্যটন, ব্যবসা এবং পারিবারিক সফরের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে।
সৌদি কর্তৃপক্ষ সিদ্ধান্তটিকে সাময়িক বললেও কবে নাগাদ মাল্টিপল এন্ট্রি ভিসা পুনরায় চালু হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেনি।
এই নতুন ভিসা নীতি বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশের প্রবাসী ও পর্যটকদের জন্য কিছুটা অসুবিধার সৃষ্টি করলেও সৌদি সরকারের মতে, এটি হজ ব্যবস্থাপনা আরও শৃঙ্খলিত করতে সহায়ক হবে।