জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘ সময় ধরে আড়ালে ছিলেন। সম্প্রতি পারিবারিক সম্পত্তি নিয়ে জটিলতার কারণে তার বিরুদ্ধে পরিবারের অভিযোগ ওঠে। তবে এবার তিনি সামনে এসে এসব অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।
খুলনার সোনাডাঙ্গা থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে জানা যায়, পপির স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ কয়েকজন সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শিববাড়ি এলাকায় পৈতৃক জমি দখলের উদ্দেশ্যে হাজির হন। বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনসহ পরিবারের সদস্যদের হুমকি দেন বলে অভিযোগ করেন পপির মা মরিয়ম বেগম।
তিনি বলেন, “আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর থেকে আমাদের নানা ভাবে হুমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। এর আগেও সে বাবার জীবদ্দশায় ৫ কাঠা জমি নিজের নামে লিখিয়ে নিয়েছে। এখন আরও ৬ কাঠা জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রচণ্ড হয়রানির মধ্যে রেখেছে।”
অভিযোগের পর দীর্ঘদিন পর ক্যামেরার সামনে আসেন পপি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি তার পরিবারের আনা সব অভিযোগ মিথ্যা দাবি করেন।
তিনি বলেন, “আমি পপি, ২৮ বছর সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কিন্তু আজ আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, পরিবারের মন মতো চলতে পারিনি বলে আজ তাদের কাছে আমি অযোগ্য। যখন আয় করেছি, তখন তারা আমাকে ভালোবাসতো। কিন্তু এখন তাদের চাহিদা অনুযায়ী দিতে পারছি না বলে আমি শত্রু হয়ে গেছি।”
তিনি আরও অভিযোগ করেন, “আমার পরিবারের কয়েকজন সদস্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। ছোটবেলা থেকে ভাই-বোনদের লালনপালন করেছি, কিন্তু আজ তারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমার অর্জিত সম্পত্তি তারা আত্মসাৎ করেছে, আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, এমনকি খুন করার চেষ্টাও করেছে। আমার আপন মা, ভাই-বোন এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।”
নিজের সম্পত্তি রক্ষার জন্য খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন পপি। তিনি বলেন, “২০০৮ সালে কষ্টার্জিত টাকায় ৬ কাঠা জমি কিনেছি। কিন্তু পরিবার আমার প্রতি যে আচরণ করছে, তাতে জমিটি ভোগ করতে পারছি না। উল্টো আমার বিরুদ্ধে মিথ্যাচার করে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এ কারণে জিডি করেছি, প্রয়োজনে মামলা করব।”
১৯৯৭ সালে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’, যেখানে ওমর সানীর বিপরীতে অভিনয় করেছিলেন। সিনেমাটি ৭ কোটি টাকা ব্যবসা করেছিল। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।
তবে দীর্ঘদিন ধরে আড়ালে থাকা প্রসঙ্গে পপি বলেন, “আমার জীবন ছিল শুধু পরিবারের জন্য। কিন্তু যখন বুঝতে পারলাম তারা শুধু আমাকে ব্যবহার করেছে, তখন নিজেকে গুটিয়ে নিই।”
এই ঘটনায় পপির পরিবার ও তিনি নিজে যে অবস্থান নিয়েছেন, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হবে, তা এখন সময়ই বলে দেবে।