ঢাকা, ৭ ফেব্রুয়ারি: অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলনে নতুন সার্ভিস চার্জ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ নতুন চার্জ কার্যকর হবে। এখন থেকে এক মাসে পাঁচটির বেশি লেনদেন করলে প্রতি লেনদেনে গ্রাহককে ভ্যাটসহ সর্বোচ্চ ৩০ টাকা পরিশোধ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ ৬ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে—
প্রতি মাসে প্রথম ৫টি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ১৫ টাকা চার্জ আদায় করতে পারবে ইস্যুয়িং ব্যাংক।
পরবর্তী লেনদেনগুলোতে ইস্যুয়িং ব্যাংক সম্পূর্ণ চার্জ গ্রাহকের কাছ থেকে আদায় করতে পারবে।
এক ব্যাংকের এটিএম ব্যবহার করলে আগের মতোই চার্জ ছাড়াই টাকা উত্তোলন করা যাবে।
কার্ড ইস্যুকারী ব্যাংককে প্রতি লেনদেনে এটিএম বুথ স্থাপনকারী ব্যাংককে ৩০ টাকা প্রদান করতে হবে।
এটিএম লেনদেন ছাড়াও তহবিল স্থানান্তর, হিসাব বিবরণী ও কার্ড ব্যবহার সংক্রান্ত লেনদেনে নতুন চার্জ নির্ধারণ করা হয়েছে।
হিসাবের সংক্ষিপ্ত বিবরণী নিতে চাইলে ভ্যাটসহ ৫ টাকা দিতে হবে।
খুদে বিবরণীর জন্য ৫ টাকা এবং তহবিল স্থানান্তরের ক্ষেত্রে ১০ টাকা চার্জ আদায় করা হবে।
পিওএস টার্মিনাল ব্যবহার করে নগদ উত্তোলনে গ্রাহকের ব্যাংক সর্বোচ্চ ২০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে।
ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফারে সর্বোচ্চ ১০ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে।
সরকারি সেবার ফি পরিশোধের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হবে।
কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধে ২০ টাকা চার্জ দিতে হবে।
২৫ হাজার টাকার বেশি পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ টাকা চার্জ আরোপ করা হয়েছে।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) বা PSP ওয়ালেট ব্যবহার করে লেনদেনে ১% বা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ (ভ্যাটসহ) কাটা হবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন এই নির্দেশনার ফলে ডিজিটাল লেনদেনে খরচ কিছুটা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে, লেনদেন ব্যবস্থা আরও সুসংগঠিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।